ঢাকা, ০৪ আগস্ট সোমবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food
৪৬১

রাবিতে গাছতলায় ক্লাস নিলেন শিক্ষক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৪ ১৬ আগস্ট ২০২১  

করোনার মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা নিয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গাছতলায় প্রতীকি ক্লাস নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।  সোমবার বেলা এগারটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে লিপু চত্বরে তিনি ক্লাস নেন।

 

এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক ওয়াল থেকে পোস্ট করে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ক্লাসে তিনি গণমাধ্যম ও ক্ষমতার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০-১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগামীতে সপ্তাহে দু'দিন করে এমন ক্লাস নেয়ার ঘোষণা দেন তিনি। 

 

এদিকে সশরীরে ক্লাস নেয়ার পক্ষে সংহতি জানিয়ে ক্লাসে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক প্রমুখ। শিক্ষকেরা বলেন, "সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষাব্যবস্থা নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে আমাদের কাছে তা অযৌক্তিক মনে হয়েছে। সে কারণেই এই সিদ্ধান্ত"।