ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭৫৬

মদপান !

রাবি’র ২ ছাত্রের মৃত্যু, রুয়েট শিক্ষার্থী হাসপাতালে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩২ ৭ এপ্রিল ২০১৯  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। আরেকজন মারা যান হাসপাতালে ভর্তির পর সকাল ৮টার দিকে।

 

হাসপাতালে দুই ছাত্রের ভর্তির কাগজপত্রে লেখা আছে, তাঁরা ‘অজানা বিষক্রিয়ায়’ আক্রান্ত।

তবে তাদের সহপাঠীদের বরাত দিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা মদ পান করেছিলেন। সেটা বিষাক্ত হতে পারে অথবা অতিরিক্ত পানের কারণেও তাদের মৃত্যু হতে পারে।

 

একই ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আরেক ছাত্র এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

নিহত দুজন হলেন - মুহতাসীন রাফিদ খান ও তূর্য রায়।

মুহতাসীনের বাড়ি খুলনার দৌলতপুরে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হাসপাতালে কাগজপত্র থেকে জানা গেছে, আজ ভোর ৫টা ১০ মিনিটে তাঁকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তিনি নগরের মোন্নাফের মোড় এলাকায় একটি ছাত্রাবাসে থাকতেন।

আর তূর্যের বাড়ি নীলফামারীর ডোমারে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরের উপরভদ্রা এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন।

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক জানিয়েছেন, অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত বলে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। পরে তাদের সহপাঠীরা এসে জানান যে তাঁরা মদ পান করতেন। গতকাল রাতেও তাঁরা মদ পান করেছিলেন। এই মদ বিষাক্ত হতে পারে অথবা তাঁরা অতিরিক্ত মদ পান করেছিলেন - এটাও হতে পারে।

 

এদিকে, পাবনার ঈশ্বরদীর রুপপুর প্রকল্পের এক রাশিয়ান প্রকৌশলী শনিবার রাতে মদপান করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো তিন বিদেশি।

 

রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহত তিনজনের লাশ মর্গে রয়েছে।