ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৫৭৯

রোববার থেকে শীতের প্রকোপ বাড়তে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৬ ২৪ ডিসেম্বর ২০২০  

আগামী রোববার থেকে সারাদেশে কমতে পারে তাপমাত্রা। এতে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের এ তীব্রতা সপ্তাহব্যাপী স্থায়ী হতে পারে। 

 

বৃহস্পতিবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে।

 

এদিন ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও টেকনাফে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।