ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৩৩৩

শিক্ষানীতি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে- শিক্ষামন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২০ ২৬ আগস্ট ২০২০  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রায় ১০ বছর আগে প্রণয়ন করা শিক্ষানীতি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
 তিনি বলেন, ১০ বছর  এই দীর্ঘ সময়ে অনেক পরিবর্তন সাধিত হয়েছে।  এখন সময় এসেছে শিক্ষানীতিকে সংশোধন পরিমার্জন ও সংযোজন করা। তাই সরকার শিক্ষানীতি সংশোধন করার উদ্যোগ গ্রহণ করেছে। 
 বুধবার পরিকল্পনা কমিশনের আয়োজনে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে এডুকেশন টেকনোলজি হ্যান্ড এগ্রিকালচার ট্রান্সফর্মেশন শীর্ষক  অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেশের বিপুল জনসংখ্যাকে শিক্ষার আওতায় নিয়ে আসতে পেরেছি। এখন প্রয়োজন শিক্ষার গুণগত মান অর্জন । শিক্ষার সকল পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একটি সমন্বিত শিক্ষা আইন প্রণয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার সাইন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর্টস এন্ড ম্যাথস (STEAM) এর দিকে গুরুত্ব দিচ্ছে। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ শ্রমশক্তি তৈরি করার পাশাপাশি প্রকৃত মানুষ তৈরি করতে।