ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৮০

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হতে পারে: শিক্ষামন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৪ ১২ আগস্ট ২০২২  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জ্বালানি সাশ্রয়ের স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে সরকার ভাবছে।  শুক্রবার (১২ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

ডা. দীপু মনি বলেন, সাপ্তাহিক ছুটি দুই দিন করা যায় কিনা, সে বিষয়টা ভেবে দেখছি। আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হবে। সেটা এ বছর থেকেই বাস্তবায়ন করব কি না তা ভেবে দেখছি। এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বলতে পারছি না। আমরা এটা নিয়ে ভাবছি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

 

এসএসসি পরীক্ষা পেছানো হবে কিনা, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই। যদি অনিবার্য কোনো কারণ না ঘটে।