ঢাকা, ০৮ মে বৃহস্পতিবার, ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২
good-food
৫৬৩

শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩১ ১০ ফেব্রুয়ারি ২০২২  

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ অতিমারির সময়ে শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সঠিক তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাউশি।  

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি)  মহাপরিচালক (অতি.দায়িত্ব) প্রফেসর মো শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছে, সব প্রতিষ্ঠানের প্রধান উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাটা কালেকশন মডিউলে গিয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

 

নির্দেশনায় আরো উল্ল্যেখ করা  হয়, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাদের আওতাধীন প্রতিষ্ঠানের তথ্য দিয়েছে কিনা তা ওয়েবসাইটে গিয়ে মনিটরিং করবেন এবং  সব প্রতিষ্ঠানের তথ্য পাঠানো নিশ্চিত করতে হবে। এ সংক্রান্ত একটি ম্যানুয়াল যুক্ত করা হয়েছে।

 

শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সঠিক তথ্য অনলাইনে পাঠাতে নির্দেশনা রয়েছে মাউশির।