ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
১১৬৫

ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ৩০ দিনের সিলেবাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৫ ৩০ অক্টোবর ২০২০  

বিরাজমান করোনাকালীন পরিস্থিতিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির ওয়েবসাইটে বৃহস্পতিবার এই সিলেবাস প্রকাশ করা হয়েছে।

 

আঞ্চলিক উপ-পরিচালকদের মাধ্যমে সিলেবাসটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। আগামী ১ নভেম্বর থেকে পরবর্তী দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) মধ্যে ৩০ কার্যদিবসে এটি অনুযায়ী পাঠদান শেষ করবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ৩০ দিনের সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর মন্ত্রণালয় তা অনুমোদন দেয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত সপ্তাহে সংবাদ সম্মেলনে বার্ষিক পরীক্ষা না নিয়ে একটি সংক্ষিপ্ত সিলেবাস করে শিক্ষাথীদের মূল্যায়নের কথা বলেন।