ঢাকা, ০৮ মে বুধবার, ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১
good-food
১৪৯

সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২ দিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩১ ২২ আগস্ট ২০২২  

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটির সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

 

প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সেযোগ দেন।


বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, কবে থেকে সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর হবে, সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় দ্রুতই প্রজ্ঞাপন দেবে।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি সাশ্রয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরকম অনেক পদক্ষেপ নেয়া হবে। 

শিক্ষা বিভাগের পাঠকপ্রিয় খবর