ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৬৬৬

সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৪ ২৫ জানুয়ারি ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা। শুক্রবার সকালে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুন্সি আবদুর রউফ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থী সাখাওয়াত উল্লাহ তানভীর বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবি জানাচ্ছি। কারণ উচ্চ মাধ্যমিক ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি মিলিয়ে আমরা যথেষ্ঠ সময় পাই না। এছাড়া উচ্চ মাধ্যমিকের সিলেবাসের সঙ্গে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সামঞ্জস্যতা খুবই কম। এ কারণে এ প্লাস পেয়েও আমরা সেখানে চান্স পাই না।

মানববন্ধনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু দাবিতে একটি গ্রুপ খুলেছেন। সেখানে ইতোমধ্যে প্রায় দুই হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছেন বলে জানান সাখাওয়াত। দাবি না মানলে সবাই মিলে আন্দোলনে নামার কথাও ঘোষণা দিয়েছেন এসব শিক্ষার্থীরা।

মানববন্ধনে মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাইলস্টোন কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই দাবিতে তারা আগামী রবিবার বিশ্ববিদ্যালয় এলাকায় আবার মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন ।