ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
২৮৩

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না বুয়েট ও চবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৬ ২১ ফেব্রুয়ারি ২০২০  

দেশে সব বিশ্ববিদ্যালয়ের সমন্বিত যে ভর্তি পরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছে তাতে অংশ নিচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তারা আলাদা করে আগের মতোই ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষার ব্যবস্থা করবে। তবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে চলতি বছরের অনুষ্ঠিতব্য সমন্বিত ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় দুটির কর্র্তৃপক্ষ।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয় বলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানান। তিনি  বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, বুধবার বিকেলে আমাদের একাডেমিক সভায় সিদ্ধান্ত হয়েছে আগের নিয়মেই শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এর পেছনে তেমন কোনো কারণ নেই। আমরা সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে নই। আমরা আমাদের নিয়মেই শিক্ষার্থী ভর্তি নেব।’

এদিকে বৃহস্পতিবার  সন্ধ্যায় সমন্বিত ভর্তিতে না যাওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নুর আহমদ। চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৩৮তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। সভায় সমন্বিত ভর্তি পরীক্ষার সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কে এম নুর আহমদ বলেন, এ বছর সমন্বিত ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অংশ নেবে না। এবার আগের নিয়মেই পরীক্ষা হবে।