ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৫৪২

সাংবাদিক খাশোগি হত্যায় সৌদিতে ৫ জনের মৃত্যুদণ্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৫ ২৩ ডিসেম্বর ২০১৯  

তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। আর ৩ জনকে ২৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার সৌদির পাবলিক প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেছেন। এ হত্যা মামলায় মোট ১১ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের বলেন, বিচারের ক্ষেত্রে এদেশ অন্য কোনো দেশের কথা শোনে না। নিজস্ব আইনে বিচার হয়। অনেকে মনে করছেন, বিচার প্রক্রিয়ায় সৌদি নেতৃত্বের হস্তক্ষেপ রয়েছে। এটি সঠিক নয়।
তিনি বলেন, বিচারে প্রমাণ হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক খাশোগিকে হত্যার নির্দেশ দেননি।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র আনতে গিয়ে নিখোঁজ হন খাশোগি। ঘটনার পর থেকে তুরস্ক দাবি করে আসছিল, সৌদি কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে। 
প্রথমদিকে অস্বীকার করে নানারকম কথা বলে সৌদি। পরে চাপের মুখে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগি নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে তারা।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর