ঢাকা, ০২ আগস্ট শনিবার, ২০২৫ || ১৮ শ্রাবণ ১৪৩২
good-food
৫৫৪

সাংবাদিক মিথুন মাহফুজ আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪০ ১ ফেব্রুয়ারি ২০২০  

সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন (মিথুন মাহফুজ) মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মৃত্যুবরণ করেন তিনি। মিথুন মাহফুজ দৈনিক আমাদের সময় পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।


মিথুন মাহফুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাই লতিফুর রহমান রিপন। তারা দুই ভাই রাজধানীর মহানগর প্রজেক্টে একটি বাসায় একসঙ্গে থাকতেন। তাদের পরিবার গ্রামের বাড়িতে থাকত। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। 


লতিফুর রহমান বলেন, ভাই দুদিন ধরে জ্বরে ভুগছিলেন। তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল।  ৯টার দিকে দেখি ভাই কথা বলছে না। পরে অ্যাম্বুলেন্সে করে ১০টা ২০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 
মিথুন মাহফুজের মৃত্যুতে তার কর্মস্থল ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


সিনিয়র এই রিপোর্টারের প্রথম জানাজা দুপুর ১২টায় তেজগাঁও শিল্প এলাকায় দৈনিক আমাদের সময় পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এরপর দুপুর দেড়টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার দ্বিতীয় জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে দাফনের জন্য পাইক গাছায় নেয়া হয়েছে। ।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর