ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
১২২৭

সাংবাদিক হেদায়েত জামিনে মুক্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৩৩ ৪ জানুয়ারি ২০১৯  


ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

রাত ৭টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এ সময় কারাগার ফটকে বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

হেদায়েত হোসেন মোল্লার আইনজীবী অ্যাডভোকেট মাছুম বিল্লাহ জানান, হেদায়েত হোসেন মোল্লা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি অসুস্থবোধ করায় বটিয়াঘাটা থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। বিকেল ৪টার দিকে তাকে খুলনা কারাগারে পাঠানো হয়।

এদিকে, গতকাল বিকেলে সাংবাদিক হেদায়েতের জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হয়। আদালতের বিচার মশিউর রহমান চৌধুরী শুনানি শেষে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গত বুধবার জিজ্ঞাসাবাদের জন্য খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাংবাদিক হেদায়েত মোল্লার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট মাছুম বিল্লাহ।

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গত মঙ্গলবার বিকেলে নগরীর গল্লামারী এলাকা থেকে সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে বটিয়াঘাটা থানা পুলিশ গ্রেফতার করে।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর