ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৬৬৩

সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার দাবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ৬ ফেব্রুয়ারি ২০২০  

 ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে ও নির্বাচন পরবর্তী সময়ে পেশাগত দায়িত্ব পালনের সময় মোস্তাফিজুর রহমান সুমনসহ সংগঠনের বেশ কয়েকজন সদস্যের ওপর হামলা ও নাজেহালের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।  নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি দ্রুত ব্যবস্থা নেয়া না হয় তাহলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।  

বৃহস্পতিবার বেলা ১২টায় ডিআরইউ চত্বরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এ কথা বলেন। 

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএফইউজে একাংশের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, অপর অংশের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সহ সভাপতি আজমল হক হেলাল, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রাজু আহমেদ, মুরসালিন নোমানী, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, ডিআরইউ সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মঈনুল আহসান, আহমেদ মুশফিকা নাজনীন, ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ডিইউজে একাংশের যুগ্ম সম্পাদক আকতার হোসেন, ডিইউজে একাংশের জনকল্যাণ সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, ডিআরইউর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান প্রমুখ।


ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ তার বক্তব্যে সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে এবং নির্বাচন পরবর্তী সময়ে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, আমরা সরকারের প্রতিপক্ষ নই। আমরা নিরাপদে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে চাই। কিন্তু সিটি নির্বাচনের দিন এবং তার পরে সাংবাদিকদের ওপর যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে, তাতে আমরা শংকিত। এই ধরণের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সরকারকে খেয়াল রাখতে হবে। 

 গত ৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪২ নম্বর ওয়ার্ডে পেশাগত দায়িত্ব পালনের সময় বেরাইদে স্থানীয় সংসদ সদস্যের বাড়ির কাছে হাসনায়েন তানভীর ইমনকে কতিপয় সন্ত্রাসী হামলা ও মারধর করে। এতে তিনি মারাত্বকভাবে আহত হন। এছাড়া হামলাকারীরা তার সাথে থাকা ক্যামেরাও ভাঙচুর করে। 

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর