ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬৩৩

সারাক্ষণ পড়ার চাপ দিলে কিন্তু পড়তে ইচ্ছে করে না: প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০২ ৩১ ডিসেম্বর ২০১৯  

 শিশুদের পড়ার চাপ না দিয়ে খেলাধুলার মধ্য দিয়ে পড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘বেশি পড়, পড় করে সারাক্ষণ পড়ার চাপ দিলে কিন্তু পড়তে ইচ্ছে করে না।... কাজেই খেলাধুলার মধ্য দিয়ে পড়াশোনা। (শিশুরা) নিজের গরজে পড়বে, একা একা পড়বে, সেটাইতো ভালো লাগে।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এবছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থায় সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, ‘আজকের ছোট শিশুরা অনেক মেধাবী, আমাদের থেকেও বেশি মেধাবী। তারা অনেক কিছুই তারাতারি শিখে ফেলে। যেটা আমাদের সময় সুযোগ ছিল না। আমাদের সময়তো ডিজিটাল ছিল না।’

এসময় প্রধানমন্ত্রী শিশুদের ছোটবেলা থেকেই কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমরা শিশুদের ছোটবেলা থেকেই কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছি। অনেকের অনেক কিছুতেই মেধা লুকিয়ে থাকে। সেই মেধাটা যেন বিকশিত হতে পারে। শিশুরা যে হাত দিয়ে কোন জিনিস তৈরি করতে পারে এবং ভবিষ্যতে যেনর নিজের জীবনকে গড়ে তুলতে পারে, কারিগরি শিক্ষাটাকে কাজে লাগাতে পারে; সেটার উপর গুরুত্ব দিচ্ছি।’

প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এসময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলাফল হস্তান্তরের পর প্রধানমন্ত্রী কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।