ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৫৫২

সারাদেশে বাড়বে শীত, কমবে তাপমাত্রা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৮ ৩০ ডিসেম্বর ২০২০  

আগামী তিনদিনে সারাদেশে বাড়বে শীত, কমবে তাপমাত্রা। জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭.৪ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। 

 

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দিনাজপুর,পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

 

পূর্বাভাসে বলা হয়েছে,সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সব নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্য স্থানে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।


আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

ঢাকায় এদিন সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল (বৃহস্পতিবার) সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।