ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
১২০৭

সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪১ ১৯ জানুয়ারি ২০১৯  

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

পাশাপাশি কুয়াশা থাকতে পারে এবং রাতের তাপমাত্রাও তেমন পরিবর্তিত হওয়ার সম্ভাবনা নেই।

পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, ‘সীতাকুন্ড, রাজশাহী, মৌলভীবাজার, পঞ্চগড়, কুঁড়িগ্রাম, সাতক্ষীরা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।’

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবতির্ত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী তিন দিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং কাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ২৯ ডিগ্রী সেলসিয়াস।