ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
৩১৩

সোনা আমদানিতে শুল্ক দ্বিগুণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৯ ১ জুন ২০২৩  

প্রস্তাবিত বাজেটে  স্বর্ণের অবৈধ প্রবেশ রোধ ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ব্যাগেজ রুলে বড় ধরনের সংশোধন আনা হয়েছে। আগে একজন যাত্রী ২৩৪ গ্রাম স্বর্ণের বার বা স্বর্ণ পিন্ড আনতে পারতেন।  বর্তমান বাজেটে  তা অর্ধেক কমিয়ে ১১৭ গ্রামে নামানো হয়েছে।

 

বিদেশ থেকে ফেরার সময় অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে স্বর্ণালংকার ও সোনার বার নিয়ে আসেন। এখন থেকে সোনা আনলে আগের চেয়ে দ্বিগুণ কর পরিশোধ করতে হবে। আগে যেখানে এক ভরি স্বর্ণের জন্য ২ হাজার টাকা কর দিতে হতো, সেখানে এখন তা বাড়িয়ে ৪ হাজার টাকা দিতে হবে।

 

বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী একথা জানান ।

 

তিনি বলেন, আসন্ন ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুল সংশোধন করে স্বর্ণবার আনার ক্ষেত্রে ভরি প্রতি (প্রতি ১১.৬৬৪ গ্রামে) শুল্ক ২ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৪ হাজার টাকা করার প্রস্তাব করছি। কেউ যদি অতিরিক্ত সোনা আনেন সেক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান নেই, তাই সোনা বাজেয়াপ্ত করার প্রস্তাব করছি।