ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭৬৩

প্রশ্নপত্র খোলা

সোমবার ঢাকা-যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৭ ২৮ এপ্রিল ২০১৯  

আগের দিনই খুলে ফেলা হয়েছিল প্রশ্নপত্র।

এজন্য স্থগিত করা হলো ঢাকা ও যশোর শিক্ষা বোর্ডের সোমবারের এইচএসসি পরীক্ষা।

এই দুই বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ মে দুপুর ২টায়।

 

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, সোমবারের ঢাকা ও যশোর বোর্ডের অধীনে নির্ধারিত ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে অন্যান্য বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

তিনি বলেন, ঢাকা বোর্ডের ফরিদপুর আলফাডাঙ্গা কলেজ কেন্দ্রে ও যশোর বোর্ডের অধীনে খুলনার একটি কলেজে আগামীকাল সোমবারের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষার প্রশ্ন রোববার ভুলবশত খুলে ফেলা হয়েছে। এ কারণে সোমবার দুই বোর্ডের অধীনে এ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য বোর্ডের অধীনে পরীক্ষা আয়োজন করা হবে।

 

এ ছাড়াও ঢাকা ও যশোর বোর্ডের সোমবার ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ছাড়া সব বিষয়ের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান আরও বলেন, পরীক্ষা শুরুর আগের দিন কিভাবে প্রশ্নপত্রের প্যাক খোলা হয়েছে তা খতিয়ে দেখা হবে। যদি বিষয়টি ইচ্ছাকৃত হয় তবে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা