ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৭০৯

সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৪ ৩ জানুয়ারি ২০২১  

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপ করা প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। রোববার স্থানীয় সময় বেলা ১১টা থেকে দেশটিতে সমুদ্র, স্থল ও আকাশ পথে প্রবেশ শুরু হয়েছে।

 

মহামারীর অতিসংক্রামক নতুন ধরন বা স্ট্রেন সংক্রমণের আশঙ্কায় দুই সপ্তাহের অস্থায়ী প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। খবর: আরব নিউজ ও রয়টার্স।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যসহ যেসব দেশে নতুন ধরনের বিস্তার হয়েছে, তাদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে। সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের অন্তত ১৪ দিন এসব দেশের বাইরে থাকতে হবে।

 

মানবিক ও অপরিহার্য কারণে যেসব সৌদি নাগরিককে প্রবেশ করতে দেয়া হবে। পর্যবেক্ষণের জন্য তাদের ১৪ দিন বাড়িতে কোয়ারিন্টেনে অবস্থান করতে হবে।