ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৬০৯

ছবি ভাইরাল

স্বামীর ১০১ বছরের জন্মদিনে কেক খাওয়ালেন ৯১ বছরের স্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৮ ১৬ অক্টোবর ২০২০  

বর্তমানে আমাদের ভালোবাসা অনেক শর্ত সাপেক্ষ। ছেলেকে এটা দিতে হবে, মেয়েকে ওটা করতে হবে, আরও কত কি? তবে দাদা-দাদিদের কাছে বিষয়টা একেবারেই অন্যরকম ছিল। তারা ভালোবেসে একে অপরের সঙ্গে কাটিয়ে দিতেন র্দীর্ঘ সময়। মৃত্যু পর্ষন্ত কেউ কাউকে ছাড়তেন না। 

 

কিন্তু আজকাল চিত্র পাল্টেছে। এখন কথায় কথায় নারী-পুরুষের  ডিভোর্স, ব্রেক-আপ লেগে আছে। তবে এত কিছুর মধ্যেও মন ভালো করে দেয় কিছু নজিরবীহিন ঘটনা।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, স্বামীর জন্মদিনে কেক খাইয়ে দিচ্ছেন স্ত্রী। জানলে অবাক হবেন স্বামীর বয়স ১০১ বছর। আর স্ত্রীর বয়স ৯১। 
এ বয়সেও ভারতীয় দম্পতির প্রেম মুগ্ধ করেছে সবাইকে।

 

এরই মধ্যে তুমুল আলোচিত ছবিতে লাখের বেশি লাইক পড়েছে। মন্তব্য করেছেন ১০ হাজারের বেশি সোশ্যাল অ্যাক্টিভিস্ট।