ঢাকা, ০৪ আগস্ট সোমবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food
৫৭২

১২ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪২ ২৬ মে ২০২১  

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 
বুধবার  দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঈদের সময় ব্যাপক মানুষের চলাফেরা হয়েছে, তাতে করোনা সংক্রমণ বেড়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো কোনো জেলায় বেশি। এসব মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি জুনের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।  ​এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আমাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারবো।