ঢাকা, ০৬ আগস্ট বুধবার, ২০২৫ || ২২ শ্রাবণ ১৪৩২
good-food
৭২৯

১৭ মার্চকে `বিশ্ব শিশু দিবস` ঘোষণার দাবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৫ ২১ মার্চ ২০১৯  

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জন্মদিন ১৭ মার্চকে 'বিশ্ব শিশু দিবস' ঘোষণার দাবি জানানো হয়েছে। 

গতকাল (মঙ্গলবার) রাতে রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দাবি জানানো হয়।

প্রধান অথিতির বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ (বিএনসিসিও) মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬ মার্চ-এর গুরুত্ব তুলে ধরেন।  তিনি বলেন, মার্চ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাস। 

বেরোবি পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) ইঞ্জি. লে. কর্নেল (অব) মো. মনোয়ারুল ইসলাম অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম " মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা উদযাপন" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। 

ক্লাসি ডাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালন করেন বেরোবি' শিক্ষক ইমরানা বারি। এতে বেরোবির সদ্য নিয়োগপ্রাপ্ত বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষক উপস্থিত ছিলেন।