ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
৪৬

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১৭ ৩০ সেপ্টেম্বর ২০২৫  

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষে হচ্ছে আগামী বৃহস্পতিবার। এ উপলক্ষে বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দুই দিনের সরকারি ছুটি। তবে এবার পূজার ছুটিতে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। 

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

 

বুধবার (১ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

দুর্গাপূজার বিজয়া দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার (২ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এদিকে এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এতে কোনো কোনো অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।