ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৬৮৪

২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এমপিওভুক্তির জন্য প্রায় সাড়ে ৯ হাজার আবেদন পেয়েছি। যাচাই-বাছাই করে ২ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে যোগ্য বলে বেছে নিয়েছি। এসব প্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে।
রোববার জাতীয় সংসদে পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
ডা. দীপু মনি বলেন, বর্তমান সরকার দায়িত্বগ্রহণের পর এখন পর্যন্ত ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। অবশিষ্ট স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে ইতোমধ্যে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ জারি করা হয়। এমপিও প্রত্যাশী প্রতিষ্ঠান থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে যাচাই-বাছাই হয়েছে। কোনো অনিয়ম হয়নি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। তাদের বরাদ্দের প্রেক্ষিতে পর্যায়ক্রমে বাছাইকৃত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করব।
তিনি জানান, ২০০৯ সাল থেকে সারাদেশে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। ফলে শিক্ষার গুণগতমান বৃদ্ধি পেয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর কর্মসংস্থান হয়েছে। ছেলেমেয়েদের লেখাপড়ার আরও সুযোগ সৃষ্টি হয়েছে।