ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
২০৬

২৯ মাসে স্বর্ণের দাম সর্বনিম্ন স্তরে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৮ ২০ সেপ্টেম্বর ২০২২  

আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের ব্যাপক দরপতন ঘটেছে। বাংলাদেশ সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) দিনের শেষভাগে মূল্যবান ধাতুটির মূল্য ২৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ব্যবসাভিত্তিক প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

 

এতে জানানো হয়, চলতি সপ্তাহে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। সেখানে সুদের হার বাড়ানোর ঘোষণা দিতে পারেন তারা। এ সম্ভাবনায় দেশটির মুদ্রা ডলারের দর বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের দাম ব্যাপক নিম্নমুখী হয়েছে।

 

এসময় স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৬৬৩ দশমিক ৫৫ ডলারে। এর আগে গত শুক্রবার স্বর্ণের ব্যাপক অবমূল্যায়ন হয়। ২০২০ সালের এপ্রিলের পর দামি ধাতুটির দাম সর্বনিম্নে নেমে যায়। এখন তা কাছাকাছি সেই পর্যায়ে রয়েছে।

 

ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণেরও ব্যাপক অবনমন ঘটেছে। এর সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৬৭৩ দশমিক ৫০ ডলারে।   

 

আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ ড্যানিয়েল প্যাভিলনিস বলেন, স্বর্ণের দাম এখনও নিম্ন স্তরের কাছাকাছি রয়েছে। আগামী বুধবার বৈঠকে বসবেন ফেডের কর্তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়াতে পারেন তারা। সেই আভাসে মূল্যবান ধাতুটির দরপতন ঘটছে। অবশ্য এক্ষেত্রে ঊর্ধ্বমুখী ট্রেজারি ইল্ডও নিয়ামকের ভূমিকা পালন করছে।