ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
৫৫৭

অমর একুশে গ্রন্থমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৩৫ ৩১ জানুয়ারি ২০২৩  

আর মাত্র একদিন পরই শুরু অমর একুশে গ্রন্থমেলা। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবাবের মেলায় জমজমাট বেচা-বিক্রির আশা প্রকাশকদের।   
 

হাতে আর মাত্র একদিন। নির্ধারিত সময়ের আগে মেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণকাজ শেষ করতে ব্যস্ত শ্রমিকরা। প্রায় সব স্টলের অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। এখন চলছে সাজসজ্জার কাজ। স্টল নির্মাণে বৈচিত্রের পাশাপাশি ফুটিয়ে তোলা হচ্ছে দেশের ঐতিহ্য আর একুশের চেতনা।
 

এবারের মেলায় সবমিলিয়ে ৬০৯টি প্রতিষ্ঠানের জন্য ৫৫৭টি স্টল এবং ৩৮টি প্যাভিলিয়ন থাকছে। করোনা পরবর্তী এবারের মেলা নিয়ে আশাবাদী প্রকাশকরা। এবারের মেলা সুশৃঙ্খল ও প্রানবন্ত হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।
 

মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। নিরাপত্তায় থাকবে র‌্যাব পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন, এরইপর সবার জন্য উন্মুক্ত হবে অমর একুশে গ্রন্থ মেলা। 

ইভেন্ট বিভাগের পাঠকপ্রিয় খবর