ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
২৬০

এসি বিস্ফোরণে ঘরে আগুন, সাংবাদিকপুত্রের করুণ মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৩ ২ জানুয়ারি ২০২০  

রাজধানীর বাড্ডার আফতাবনগরের একটি বাসায় এসি থেকে লাগা আগুনে পুড়ে স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপ্নিল আহমেদ পিয়াস (২৬) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তার বাবা মোয়াজ্জেম হোসেন নান্নু গ্লোবাল টিভির একজন সাংবাদিক এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, বাড্ডার আফতাবনগরে ১০তলা একটি ভবনের দশম তলায় পিয়াসদের বাসা। বৃহস্পতিবার ভোরে এসির কম্প্রেসর বিস্ফোরিত হয়ে বাসার একটি কক্ষে আগুন লাগলে পিয়াস দগ্ধ হন।

স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচচু মিয়া। তিনি বলেন, ধোঁয়ায় নান্নুরও শ্বাসকষ্ট হচ্ছিল, তবে তিনি এখন সুস্থ আছেন ।