ঢাকা, ২৯ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৩ || ১৪ আশ্বিন ১৪৩০
good-food
৬৬৭

করোনায় জ্যেষ্ঠ সাংবা‌দিক সুমন মাহমুদের ইন্তেকাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩২ ২২ মে ২০২০  

জ্যেষ্ঠ সাংবা‌দিক সুমন মাহমুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুমন মাহমুদ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ২০০৬ সালে তার বাইপাস সার্জারি হয়।

সুমন মাহমুদ দীর্ঘদিন ভোরের কাগজের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক দেব দুলাল মিত্র গণমাধ্যমকে বলেন, ‘সুমন মাহমুদ আমাদের সাবেক সহকর্মী ছিলেন। ২০০৫-০৬ সালে হার্টের সমস্যার দরুণ তার বাইপাস সার্জারি হয়। এরপর তিনি অবসরে যান।’ সাংবাদিক সুমন মাহমুদ ভোরের কাগজ, এটিএন বাংলা, এনটিভিসহ দেশের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে কাজ করেছেন।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর