ঢাকা, ০২ জুলাই বুধবার, ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২
good-food
৯৭৭

কোটি টাকায় খোলামেলা দৃশ্যে কাজল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৬ ২২ নভেম্বর ২০১৯  

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তার অভিনয় ক্যারিয়ার এখন তুঙ্গে। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে চলেছেন তিনি। 

এখন নতুন ছবি ‘আলা ভাইকুন্তা পুরামলো’ নিয়ে ব্যস্ত আল্লু।
ছবিটি প্রযোজনা করছেন তারই বাবার প্রতিষ্ঠান গীতা আর্টস। পরিচালনা করছেন প্রখ্যাত নির্মাতা ত্রিবিক্রম শ্রীনিবাস।
এর বিশেষ চমক হিসেবে হাজির হতে যাচ্ছেন দক্ষিণী তুমুল জনপ্রিয় নায়িকা কাজল। চমকটি হলো একটি আইটেম গান। এ গানের জন্য খোলামেলা দৃশ্যে অভিনয় করবেন তিনি।
ইতিমধ্যে কোনও নায়িকা এমন দৃশ্যে হাজির হতে পারবেন না বলে অপারগতা প্রকাশ করেছেন। সেখানে সেই সাহসী চরিত্রে আসছেন কাজল। এরই মধ্যে তার সঙ্গে চুক্তি করেছে কর্তৃপক্ষ। এজন্য আল্লুকে গুণতে হবে এক কোটি টাকা। 

তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় নায়িকার ভূমিকায় আছেন পূজা হেজ। নায়ক আল্লু ‍নিজেই। এছাড়া অভিনয় করছেন জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, টাবু, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখ। ২০২০ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর