ঢাকা, ১৬ আগস্ট শনিবার, ২০২৫ || ১ ভাদ্র ১৪৩২
good-food
৫৮২

ডেঙ্গু সংক্রমণ বাড়ছেই, ১ দিনে রেকর্ড ১২৩ রোগী ভর্তি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১৩ ২৬ জুলাই ২০২১  

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন রোগী। যা এ বছরের সর্বোচ্চ রেকর্ড। আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১২৩ জন। যার মধ্যে ১২০ জনই রাজধানী ঢাকার। আগের ২৪ ঘন্টায় রোগী ভর্তি হয়েছিল ১০৫ জন। এর আগে ১০৪ জন।

 

চলতি বছর জানুয়ারিতে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন। আর চলতি মাসের ২৬ দিনে এক হাজার ৪৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন এক হাজার ৮০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৩৩১ জন। রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৪৬০ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন আটজন।