ঢাকা, ২৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ১৩ কার্তিক ১৪৩২
good-food

সালমানের কোন বন্ধুকে বিয়ে করেন সামিরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৫ ২৮ অক্টোবর ২০২৫  

প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর পর তার স্ত্রী সামিরাকে জড়িয়ে নানা রকম মুখরোচক সংবাদ প্রকাশ হয়। বিশেষ করে সালমানের বন্ধুকে বিয়ে করে তিনি সেই সমালোচনাকে বাড়িয়ে দেন। এর মধ্যে সালমানের মামা আলমগীর কুমকুম সামিরাকেসহ এগারো জনের নামে হত্যা মামলা দিয়েছেন।

 

সামাজিক মাধ্যমে তাই ফের সামিরার নামটি আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রশ্ন, সালমানকে ভুলে কিভাবে সামিরা স্বামীর বন্ধুকে বিয়ে করেন?সামলমান ভক্ত ও নতুন প্রজন্মের অনেকেরই জানা নেই কে ছিল সালমানের সেই বন্ধু?

 

অভিনেতার মৃত্যুর পর সামিরা মোশতাক ওয়াইজকে বিয়ে করেন। যিনি ছিলেন সালমানের খুব কাছের একজন বন্ধু। তবে ২০২১ সালে ২১ জুন দ্বিতীয় সংসারের ইতি টেনে সামিরা ১৫ জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদেকে বিয়ে করেন। 

 

সামিরা এক সাক্ষাৎকারে সালমানের বন্ধুকে বিয়ে করার প্রসঙ্গে কথা বলেন। তার ভাষ্য, ‘‘সালমান শাহ মারা যাওয়ার পর ওনি (সালমানের মা) বলেছেন যে, সামিরা আমাকে না বলে কেন চলে গেল। ওর বাবা কেন আমার থেকে ওকে নিয়ে গেল। ওকে তো আমি শাহরানের সাথে বিয়ে দিতে পারতাম। ওনি যদি ওনার নিজের ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায়, তাহলে আমি কেন তার বন্ধুকে বিয়ে করতে পারব না?’’

 

তিনি বলেন, ‘‘সালমানের বন্ধুর সাথে বিয়ে করাটা কোনটাই আমার সিদ্ধান্ত ছিল না। আমার বাবা-মায়ের সিদ্ধান্তে বিয়েটা হয়েছে। এটা এরেঞ্জ ম্যারেজ ছিল, লাভ ম্যারেজ ছিল না।’’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর