ঢাকা, ২৯ অক্টোবর বুধবার, ২০২৫ || ১৪ কার্তিক ১৪৩২
good-food
১০

বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে ভারতে তোপের মুখে কংগ্রেস নেতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫২ ২৯ অক্টোবর ২০২৫  

ভারতের আসামে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গেয়ে বিতর্কে জড়িয়েছেন রাজ্যের সিনিয়র কংগ্রেস নেতা বিধুভূষণ দাস।  টাইমস অফ ইন্ডিয়ায় বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বরাক উপত্যকার শ্রীভূমি জেলার বাঙালি নেতা ও কংগ্রেস সেবা দলের জেলা ইউনিটের সাবেক সভাপতি বিধুভূষণ দাস সোমবার ইন্দিরা ভবনে কংগ্রেস সেবা দলের এক বৈঠকে বক্তব্য শুরুর আগে ‘আমার সোনার বাংলা’ গানটি গেয়েছিলেন।

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে গানটি রচনা করেছিলেন, যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার আসাম জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। 

 

রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা কৃষ্ণেন্দু পাল বলেন, “আমি খবর পেয়েছি, এক কংগ্রেস নেতা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন। কংগ্রেসে সবকিছুই সম্ভব। তারা জানে না কখন কী গাইতে হবে। ভিডিওটি দেখার পর পুলিশের কাছে তদন্তের দাবি করব এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।”তবে কংগ্রেস এই বিতর্ককে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

 

জেলা কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের সভাপতি শাহাদাত আহমদ চৌধুরী বলেন, “বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন- এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি রবীন্দ্রসঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গেয়েছিলেন, যা নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। বক্তৃতা শুরুর আগে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করবেন। তিনি একজন শ্রদ্ধেয় নেতা, যিনি প্রতি স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই।”

 

আসাম পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ দায়ের হলে ভিডিওটি খতিয়ে দেখা হবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর