ঢাকা, ০৩ নভেম্বর সোমবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food

প্রোটিয়াদের হৃদয় ভেঙে প্রথম বিশ্বকাপ জিতল ভারতের মেয়েরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:০৬ ৩ নভেম্বর ২০২৫  

যে জিতবে তার হাতেই শোভা পাবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শিরোপা। সেই শিরোপা উঠল ভারতের হাতে। সাউথ আফ্রিকাকে হারিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হলো হারমানপ্রীত কৌররা। রবিরার রাতে মুম্বাই ফাইনালে ভারত জিতেছে ৫২ রাতে।

 

ভারতের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য তাড়ায় সাউথ আফ্রিকা গুটিয়ে যায় ২৪৬ রানে। প্রোটিয়া মেয়েরা খেলতে পেরেছে ৪৫.৩ ওভার। বৃথা গেছে ফাইনালে লরা উলভার্টের সেঞ্চুরি। ১০১ রান করেছেন তিনি। এর আগে সেমিফাইনালেও ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন সাউথ আফ্রিকা অধিনায়ক-ওপেনার।

 

বৃষ্টিতে দুই ঘণ্টায় দেরিতে হওয়া ম্যাচটিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রান করে ভারত। ফিফটি করেন ওপেনার শেফালি ভার্মা (৮৭) ও দীপ্তি শর্মা (৫৮)। দীপ্তি বল হাতেও দীপ্তি ছড়িয়েছেন। নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। শেফালি নেন ২ উইকেট।

 

এবারই প্রথম ফাইনাল খেলেছে সাউথ আফ্রিকা। আর ভারত এ নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলে প্রথম শিরোপা জিতল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর