ঢাকা, ২৯ অক্টোবর বুধবার, ২০২৫ || ১৪ কার্তিক ১৪৩২
good-food
১১

বিপিএল ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন বিসিবির হাতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৪ ২৯ অক্টোবর ২০২৫  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ফিক্সিং ইস্যুতে কম জলঘোলা হয়নি। টুর্নামেন্ট শেষ নতুন আসর দুয়ারে। এখনও গত আসরের ফিক্সিংয়ের তদন্ত রিপোর্টই প্রকাশ পায়নি।

 

এর জন্য গত আগস্টে একটি স্বাধীন তদন্ত কমিশন কঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কথা ছিল, সেই বোর্ড প্রতিবেদন জমা দেবে সেপ্টেম্বরে। তবে সেটা আর হয়নি। স্বাধীন তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে অক্টোবরের শেষ দিকে। বিপিএলের ফিক্সিং নিয়ে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা দিয়েছে অ্যান্টি করাপশন ইউনিট। 

 

বিসিবি জানিয়েছে, এই প্রতিবেদনে প্রতিটি ফিক্সিংয়ের প্রেক্ষাপট, ঘটনা, ত্রুটি এবং সর্বশেষ কী করনীয় সেটা তুলে ধরা হয়েছে। সুপারিশ মালায় প্রয়োজনে আইসিসির সাহায্য নিতেও অনুরোধ করা হয়েছে। এ ছাড়া সংস্কারের জন্য পরিকল্পিত রোডম্যাপও নির্ধারণ করা হয়েছে।

 

এ ছাড়া প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া, খেলোয়াড়দের সুরক্ষা বাড়ানো, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন ও সবার জন্য যোগাযোগা কাঠামো আরও শক্তিশালী করার পরামর্শ দেয়া হয়েছে।

 

তবে তদন্ত রিপোর্টের আর কোনো তথ্য প্রকাশ করবে না বিসিবি। এমনকি চলমান প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো অভিযোগের বিষয়ে মন্তব্যও করেনি। জানায়নি, কারও নামও।

 

স্বাধীন তদন্ত কমিটির সুপারিশগুলো বিসিবি বিবেচনায় নিয়েছে। আইসিসির দুর্নীতি দমনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ওই কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয় করে প্রয়োজনে আরও ক্ষতিয়ে দেখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর