ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৩৫৯

থ্রেডের ব্যবহারকারী ১০০ মিলিয়ন ছাড়ালো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪১ ১৫ জুলাই ২০২৩  

থ্রেড জ্বরে ভুগছে সবাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেই হলো। থ্রেড অ্যাকাউন্ট এমনিতেই ব্যবহার করা যাবে। টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত প্লাটফর্মটি ইতোমধ্যে ব্যাপক উদ্দীপনা সঞ্চার করেছে।

 

ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। তা মাত্র কয়েকদিনেই ১০০ মিলিয়ন পেরিয়ে গেছে। 

 

চালু হওয়ার পর থেকেই থ্রেড সফলতার মুখ দেখেছে। ইনস্টাগ্রাম ডাটাবেজ থেকেই সব তথ্য পাওয়া যাচ্ছে। অ্যাপটি চালু হওয়ার দুই ঘণ্টার মধ্যে এর ব্যবহারকারী ২ মিলিয়নে পৌঁছায়।

 

তারপর ১০ মিলিয়ন, ৩০ মিলিয়ন ও ৭০ মিলিয়ন ব্যবহারকারীর ঘোষণা দেয় মেটা। মার্ক জাকারবার্গ নিজেও অ্যাপের সফলতা দেখে অবাক।