ঢাকা, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ১৬ মাঘ ১৪৩২
good-food

দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২২ ২৯ জানুয়ারি ২০২৬  

কফির কাপ হাতে অনেকেরই দিন শুরু হয়। কিন্তু সেই কফি যদি দুধ-চিনি ছাড়া হয়? সাম্প্রতিক সময়ে অনেকেব্ল্যাক কফি রিসেটঅর্থাৎ দুধ-কফির বদলে ব্ল্যাক কফিতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন। এই ছোট বদল শরীরে কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে পুষ্টিবিদদের আগ্রহও কম নয়।

 

ক্যালোরি কমে, শরীর লাগে হালকা

দুধ-চিনি দেওয়া কফির বদলে ব্ল্যাক কফি খাওয়া শুরু করলে সবার আগে কমে দৈনিক ক্যালোরি। দুধের ফ্যাট, ল্যাকটোজ চিনিসব মিলিয়ে অজান্তেই বাড়তি ক্যালোরি ঢুকে পড়ে। ব্ল্যাক কফি প্রায় ক্যালোরিশূন্য হওয়ায় কয়েক সপ্তাহের মধ্যেই অনেকের ফাঁপাভাব কমে এবং শরীর হালকা লাগে, বিশেষ করে যাদের দুধে সংবেদনশীলতা আছে।

 

ওজন নিয়ন্ত্রণে সহায়ক অভ্যাস

ছয় মাস ধরে দুধ-চিনি বাদ দিলে ছোট হলেও স্থায়ী ক্যালোরি ঘাটতি তৈরি হয়। শুধু ব্ল্যাক কফি ওজন কমাবে না, তবে সুষম খাবার নিয়মিত শারীরিক পরিশ্রমের সঙ্গে মিললে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ক্যাফেইন হালকা মাত্রায় মেটাবলিজম বাড়ায় এবং ব্যায়ামের সময় চর্বি ব্যবহারে সাহায্য করে। দুধ-চিনি বাদ দিলে ছোট হলেও স্থায়ী ক্যালোরি ঘাটতি তৈরি হয়।

 

হজমে পার্থক্য, সময় বেছে নেওয়া জরুরি

ব্ল্যাক কফি পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বাড়ায়, যা কারও কারও হজমে সহায়ক। কিন্তু গ্যাসট্রিক বা অ্যাসিডিটি থাকলে খালি পেটে অস্বস্তি হতে পারে। দুধ অ্যাসিডিটি কিছুটা কমায়, তাই ব্ল্যাক কফি খাবারের পর খাওয়াই ভালো।

 

রক্তে শর্করা নিয়ন্ত্রণে সুবিধা

মিষ্টি দুধ-কফি রক্তে সুগার দ্রুত বাড়ায়। ব্ল্যাক কফিতে সে ঝুঁকি নেই। ইনসুলিন রেজিস্ট্যান্স বা প্রিডায়াবেটিস থাকলে এই পরিবর্তন দীর্ঘমেয়াদে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

 

এনার্জি থাকে স্থিতিশীল

চিনি ছাড়া কফি থেকে অনেকেইক্লিনএনার্জি পান। রক্তে শর্করার ওঠানামা কম হওয়ায় এনার্জি ক্র্যাশও কম হয়, মনোযোগ ধরে রাখা সহজ হয়।

 

পুষ্টির ঘাটতি কীভাবে পূরণ করবেন

দুধ বাদ দিলে ক্যালসিয়াম প্রোটিনের ঘাটতি অন্য খাবারদই, পনির, বাদাম, বীজ শাকসবজিথেকে পূরণ করতে হবে। ব্ল্যাক কফির অ্যান্টিঅক্সিডেন্ট হৃদ্স্বাস্থ্য মেটাবলিজমে উপকারী, তবে পরিমিতি বজায় রাখা জরুরি।