ঢাকা, ১০ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৪ || ২৬ ভাদ্র ১৪৩১
good-food
৫৮

ধরিত্রির ডিজিটাল টুইন তৈরির পরিকল্পনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩৯ ১৭ আগস্ট ২০২৪  

ইউরোপীয় ইউনিয়ন আমাদের ধরিত্রির এক হুবহু ডিজিটাল সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছে৷ জলবায়ু পরিবর্তন মোকাবিলা থেকে শুরু করে নানা কাজে ব্যবহার করা যাবে এই ডিজিটাল টুইন৷ বন্যা, খরা, দাবানল - বিরুপ আবহাওয়া আমাদের সবার উপর প্রভাব ফেলছে! কিন্তু আপনার শহর, পাড়া, বাড়ির আসলে কী হবে? আমাদের বিষয়টি বোঝাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এক বিশাল প্রকল্প নিয়েছে৷ আমাদের ধরিত্রির এক ডিজিটাল টুইন বা জমজ৷

 

ডিজিটাল টুইন কী?

ডিজিটাল টুইন আসলে কী? ডিজিটাল টুইন হচ্ছে একটি বস্তু বা ব্যবস্থার ভার্চুয়াল উপস্থাপন৷ একটি সত্যিকারের পরিস্থিতির প্রতিরূপ৷ বাস্তবধর্মী করে ডিজিটাল টুইন তৈরি করা হয়৷ এবং এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়৷ আমরা যাতে আরো ভালো সিদ্ধান্ত নিতে পারি এজন্য এসব তৈরি করা হয়৷ ইইউর ‘ডেস্টিনেশন আর্থ' বা ‘ডেস্টিনই' নামের এই প্রকল্প ‘আমার বাড়ি তৈরির জন্য এটা কি আদর্শ স্থান?' এমন প্রশ্নেরও উত্তর দিতে পারে৷

 

‘ডেস্টিনই'কে আমরা আর কোন কোন কাজে ব্যবহার করতে পারি?

‘ডেস্টিনই' প্ল্যাটফর্মে নানারকম সিম্যুলেশনে প্রবেশ করা যাবে৷ আপনার এলাকায় বন্যা হলে কী ধরনের পরিস্থিতি হতে পারে বা জলবায়ু পরিবর্তন পর্যটনের উপর কী প্রভাব ফেলবে তা এই অ্যাপ দেখাতে পারে৷ আপনি যদি কৃষক হন, তাহলে হয়ত জানতে চাইবেন আপনার শষ্যের উপর জলবায়ুর প্রভাব কী হবে৷

 

বা সোলার প্যানেল বসানোর আদর্শ জায়গা কোনটা... অর্থাৎ জানার ক্ষেত্র অনেক৷ ডেস্টিনই প্ল্যাটফর্ম এটির ব্যবহারকারী এবং বিকাশকারীদেরকে নিজেদের জন্য সুনির্দিষ্ট পরিস্থিতি তৈরির সুযোগ দেয়৷ বর্তমানে অবশ্য সীমিত কিছু সেবা চালু রয়েছে, কেননা, অ্যাপটিতে অনেক তথ্য এখনো যোগ হচ্ছে৷ ২০৩০ সাল নাগাদ পৃথিবীর অবিকল ডিজিটাল প্রতিরূপ তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই প্রকল্প৷