ঢাকা, ০৩ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১৮ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
১৫

নভেম্বরে বাজারে এসেছে যেসব নতুন বাইক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৯ ২ ডিসেম্বর ২০২৫  

নভেম্বর ২০২৫ ছিল ভারতের বাইকপ্রেমীদের জন্য বিশেষ মাস। এই মাসে কমিউটার বাইক, নিও–রেট্রো ডিজাইন ও বিশেষ সংস্করণের রয়্যাল এনফিল্ড—সব কোম্পানি তাদের নতুন মডেল বাজারে এনেছে। তালিকার শুরু হলো হিরো এক্সট্রিম ১২৫আর ডুয়াল–চ্যানেল এবিএস দিয়ে, আর শেষ হয়েছে ২০২৫ ডুকাটি স্ট্রিটফাইটার ভি–২ দিয়ে। চলুন দেখে নেই, কোন কোন নতুন বাইকগুলো এসেছে।

হিরো এক্সট্রিম ১২৫আর ডুয়াল–চ্যানেল এবিএস

হিরো মোটোকর্প তাদের জনপ্রিয় এক্সট্রিম ১২৫আর বাইকে এবার যোগ করেছে ডুয়াল–চ্যানেল এবিএস—এই শ্রেণিতে এটি প্রথম। দাম: ১,০৪,৫০০ রুপি (এক্স–শোরুম, দিল্লি)। বাইকে আছে রঙিন এলসিডি মিটার, চালনার ধরন পরিবর্তনের সুবিধা এবং গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা। নকশা আগের মতোই থাকলেও নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নতি মডেলটিকে আরও আকর্ষণীয় করেছে।

 

ইয়ামাহা এক্সএসআর ১৫৫

 

অনেক প্রতীক্ষার পর ইয়ামাহা এক্সএসআর ১৫৫ ভারতীয় বাজারে এসেছে ১,৪৯,৯৯০ রুপিতে (এক্স–শোরুম, দিল্লি)। বাইকটি বিদেশি বড় মডেলগুলোর অনুপ্রেরণায় তৈরি। এতে আছে গোলাকার এলইডি হেডলাইট, ফোঁটা-আকৃতির ইন্ধন ট্যাংক, একটানা আসন এবং মিনিমাল পেছনের অংশ। ১৫৫ সিসি তরল–শীতল ইঞ্জিন ভিভিএ প্রযুক্তিসমৃদ্ধ, ফলে যেকোনো গতিতে পাওয়া যায় সমান শক্তিশালী পারফরম্যান্স।

ইয়ামাহা এফজেড-রেভ

ইয়ামাহার জনপ্রিয় এফজেড সিরিজে নতুন সংযোজন এফজেড–রেভ। দাম ১,১৭,২১৮ রুপি (এক্স–শোরুম, দিল্লি)। বাইকটির নকশা আগের তুলনায় অনেক বেশি ধারালো—ট্যাংকের পাশে তীক্ষ্ণ কভার, আক্রমণাত্মক সামনের আলো এবং স্পোর্টিভ স্টাইল। ১৪৯ সিসি ইঞ্জিন শহরের প্রতিদিনের চলাচলে দুর্দান্ত সাড়া দেয়।

ইয়ামাহা তাদের নতুন মডেল বাজারে এনেছে।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ মানা ব্ল্যাক সংস্করণ

হিমালয়ান ৪৫০–এর এই বিশেষ সংস্করণটি এসেছে সম্পূর্ণ কালো সাজে। দাম ৩,৩৭,০৩৬ রুপি (এক্স–শোরুম, চেন্নাই)। ম্যাট কালো রঙ, ক্রস–স্পোক টিউবলেস চাকা, র‍্যালি সিট ও র‍্যালি প্যানেল—সব মিলিয়ে এটি হয়ে উঠেছে আরও সক্ষম এক অ্যাডভেঞ্চার বাইক।

রয়্যাল এনফিল্ড মিটিয়র ৩৫০ সানডাউন সংস্করণ

মাত্র ২,০০০ ইউনিট তৈরি হওয়া মিটিয়র ৩৫০–এর বিশেষ সংস্করণটির দাম ২,১৮,৮৮২ টাকা (এক্স–শোরুম, চেন্নাই)। গোধূলির আভা থেকে অনুপ্রাণিত কমলা রঙের গায়ে বিশেষ ব্যাজ, আরামদায়ক ভ্রমণ–উপযোগী আসন, নেভিগেশন সুবিধা এবং টিউবলেস স্পোক চাকা—এগুলোই সংস্করণটিকে আলাদা করে তুলেছে।

আরও পড়ুন: মারুতির প্রথম বৈদ্যুতিক গাড়ি এলো বাজারে

হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি কমব্যাট সংস্করণ

দাম ১,৩৪,১০০ রুপি (এক্স–শোরুম, দিল্লি)। এতে যুক্ত হয়েছে এক্সট্রিম ২৫০ আরের মতো সামনের আলো, ম্যাট সামরিক–ধাঁচের রং ও চিত্তাকর্ষক গ্রাফিক্স। রঙিন এলসিডি পর্দা, রাইড–বাই–ওয়্যার প্রযুক্তি এবং তিনটি চালনা মোড এই সংস্করণটিকে আরও আধুনিক করেছে। ইঞ্জিন একই ১৬০ সিসি চার–ভাল্ব সেটআপ।

রয়্যাল এনফিল্ড কোম্পানি তাদের নতুন মডেল বাজারে এনেছে।

২০২৫ ডুকাটি স্ট্রিটফাইটার ভি–২

নভেম্বর মাসের তালিকার সবচেয়ে দামি বাইক, যার দাম ১৭,৫০,২০০ রুপি (এক্স–শোরুম, দিল্লি)। এটি প্যানিগালে ভি–২ থেকে অনুপ্রাণিত হলেও উন্মুক্ত পেশীবহুল নকশা এবং চওড়া হ্যান্ডেলবারের কারণে আলাদা। নতুন ৮৯০ সিসি ভি–২ ইঞ্জিন থেকে পাওয়া যায় ১২০ পিএস শক্তি এবং ৯৩.৩ এনএম ঘূর্ণনবল। আধুনিক নিরাপত্তা ও প্রযুক্তির সঙ্গে এটি চালানোর আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

কমিউটার, নিও–রেট্রো, ক্রুজার, অ্যাডভেঞ্চার বা উচ্চ ক্ষমতার স্পোর্টস—নভেম্বরে সব ধরনের বাইকে এসেছে নতুন মডেল। ফলে ভারতীয় বাইক বাজার আরও সমৃদ্ধ হয়েছে এবং আগামী মাসগুলোতে প্রতিযোগিতা আরও বেড়ে যাবে।