ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৮৭৩

লগ ইন-শেয়ার-কমেন্টে বিপাকে ইউজাররা

ফেসবুকে ফের সমস্যা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৭ ৪ আগস্ট ২০১৯  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফের সমস্যা দেখা দিয়েছে। 
বাংলাদেশসহ গোটা বিশ্বের ব্যবহারকারীরা ফেসবুকে লগ ইন, শেয়ার ও কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় ভুগছেন।

ডাউন ডিটেকটর নামের এক প্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে রোববার সন্ধ্যা থেকে ফেসবুকে শেয়ার, কমেন্ট করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।

এই বিষয়ে অনেকেই   #facebookdown  লিখে টুইটারে পোস্ট করছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, আমরা সমস্যা সমাধানে কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে ব্যবহারকারীদের চলমান সমস্যা সমাধান করা হবে। তবে এটি কোনো সাইবার অ্যাটাক নয় বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি।