ঢাকা, ০৪ মে রোববার, ২০২৫ || ২০ বৈশাখ ১৪৩২
good-food
৪১২

মার্চ মাসে আকস্মিক বন্যার সম্ভাবনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৮ ২ মার্চ ২০২০  

দেশের উত্তর-পূর্বাঞ্চলে চলতি মার্চ মাসের শেষ সপ্তাহে আকস্মিক বন্যার সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদফতর। ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যা হতে পারে বলে আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

রোববার দীর্ঘ মেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এসময় এই আকস্মিক বন্যার পূর্বাভাস দেয় বিশেষজ্ঞ কমিটি।

পূর্বাভাসে বলা হয়, মার্চে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র ৩ থেকে ৪ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।