ঢাকা, ০৫ মে সোমবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
১৫৯৫

যে কারণে বাংলাদেশী ১৫টি টুইটার একাউন্ট বন্ধ হলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৪ ২২ ডিসেম্বর ২০১৮  

সংগৃহীত

সংগৃহীত

ফেসবুকের পর টুইটারও জানিয়েছে, তারা বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছিল এমন ১৫টি টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে। টুইটার জানিয়েছে এসব একাউন্ট সমন্বিতভাবে এই সামাজিক প্ল্যাটফর্মকে তাদের স্বার্থে অপব্যবহারের চেষ্টা করছিল।

এক বিবৃতিতে টুইটার আরও জানিয়েছে "যেসব একাউন্ট টুইটার থেকে বন্ধ করা হয়েছে, সেগুলোর কয়েকটি বাংলাদেশের রাষ্ট্রীয় মদতপুষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে।"

উল্লেখ্য এর আগে ফেসবুক ভুয়া খবর প্রচারের জন্য তারা বাংলাদেশে তাদের প্ল্যাটফর্মে ৬টি একাউন্ট এবং ৯টি পেজ বন্ধ করে দিয়েছে, তারা বলছে এগুলো সম্পূর্ণ ক্ষতিকারক বলে আমরা এগুলো বন্ধ করেছি।

ফেসবুক আরও বলেছে, এগুলোতে বাংলাদেশ সরকারের সমর্থনে বিভিন্ন ধরণের কনটেন্ট পোস্ট করা হচ্ছিল এবং "এর সাথে সরকার-সংশ্লিষ্ট কিছু লোকের সম্পর্ক আমরা শনাক্ত করতে পেরেছি।"

ফেসবুক একাউন্টগুলোর মধ্যে বিবিসি বাংলার মতো দেখতে একটি অবিকল একাউন্টও রয়েছে। এতে যে ওয়েব ঠিকানা দেয়া হয়েছে়, তা হচ্ছে BBC-BANGLA.COM  কিন্তু বিবিসি বাংলার প্রকৃত ওয়েব ঠিকানা হচ্ছে  www.bbc.com/bengali.


টুইটার যে একাউন্টগুলো বন্ধ করেছে, সেগুলোর পেছনে কারা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা কল্পনা চলছে।
তবে এসব একাউন্টের পরিচয় টুইটার কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

তবে টুইটার বলছে, তাদের তদন্ত অব্যাহত থাকবে এবং তা আরও সম্প্রসারিত হবে যতদিন অন্তত নির্বাচন শেষ না হয় ততদিন।

মোট ১৫টি একাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এসব একাউন্টের ফলোয়ারের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। বেশিরভাগ একাউন্টের ফলোয়ারের সংখ্যা ৫০ এর নীচে।
তদন্ত শেষ হলে এসব একাউন্টের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

Foxxita #Vote  নামে একজন টুইটারে মন্তব্য করেছেন, "জেনে ভালো লাগলো। এই পনেরটি একাউন্টের ব্যাপারে আমি কৌতুহলী। আমার তো মনে হয় এরকম হাজার হাজার টুইটার একাউন্ড আছে। কিন্তু আমরা এই পনেরটি একাউন্ট থেকে নিরাপদ।"

ভুয়া টুইটার একাউন্ট ব্যবহার করে ভারতেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে  আশংকা প্রকাশ করে
Truth Prevail‏ একাউন্ট থেকে একজন লিখেছেন, "দয়া করে ভারতের একাউন্টগুলোও নিয়ন্ত্রণ করুন টুইটার। আমাদের এখানে পাঁচ মাস পরেই নির্বাচন এবং এখানে প্রচুর সংখ্যায় ভুয়া ও বাজে একাউন্ট থাকতে পারে।"