রংপুরে মানুষের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত, পরিস্থিতি কতটা ঝুঁকিতে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৭ ২ অক্টোবর ২০২৫
দেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের পীরগাছা উপজেলায় আটজনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ওই এলাকার কিছু বাড়ির ফ্রিজে রাখা গরুর মাংসেও অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত হয়েছে।
এছাড়া আরো দুটি উপজেলা থেকে সন্দেহভাজন রোগীদের নমুনা আইইডিসিআরকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন মো. রুহুল আমিন। পীরগাছায় গত দেড় মাসে কয়েকটি ইউনিয়নের অন্তত ৩০ জন অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
তবে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছেন তিনি। যদিও অসুস্থ হয়ে তারা মারা গিয়েছিলেন ও অ্যানথ্রাক্সের উপসর্গ তাদের মধ্যেও কিছুটা ছিলো। অ্যানথ্রাক্স আক্রান্তের তথ্য পাওয়ার পর গত এক মাসে পীরগাছাসহ জেলার কয়েকটি উপজেলায় দেড় লাখের বেশি গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি বাজারগুলোর কসাই ও গরু চাষিদের অসুস্থ গরুর বিষয়ে সচেতন করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্সের চিকিৎসা সহজলভ্য এবং এতে মৃত্যু ঝুঁকি তেমন একটা নেই। কিন্তু সংক্রমণ ঠেকাতে অসুস্থ গরু বা ছাগল জবাই বন্ধ করা নিশ্চিত করতে হবে। এমনকি অসুস্থ প্রাণী মারা গেলে ঝুঁকি এড়াতে মাটির গভীরে পুঁতে ফেলার পরামর্শ দিচ্ছেন তারা। অ্যানথ্রাক্স গরু, ছাগল, মহিষ—এই ধরনের প্রাণীর মধ্যে দেখা যায়। এসব পশুর মাংস স্পর্শ বা নাড়াচড়া করার মাধ্যমেই এটি মানুষের মধ্যে ছড়ায়।
বাংলাদেশের কিছু এলাকায় এর আগেও অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। ২০১০ সালে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি জাতীয় সমন্বয় কমিটিও গঠন করা হয়েছিল। এবার এখনো রংপুরের বাইরে অ্যানথ্রাক্স সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। মানুষের অ্যানথ্রাক্স মূলত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের অ্যানথ্রাক্স হয় পরিপাকতন্ত্রে, আরেক ধরণের অ্যানথ্রাক্স শরীরের বাইরের অংশে সংক্রমণ ঘটায়।
অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশুর কাঁচা মাংস, শ্লেষ্মা, লালা, রক্ত, হাড় ও নাড়িভুঁড়ির সংস্পর্শে এলে মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। এ রোগ গবাদি পশু থেকে মানুষে ছড়ায়, তবে মানুষ থেকে মানুষে ছড়ায় না। শরীরে এ রোগের প্রধান উপসর্গ হলো চামড়ায় ঘা বা ক্ষত তৈরি হওয়া।
মানুষের পরিপাকতন্ত্রে অ্যানথ্রাক্স জীবাণুর সংক্রমণ হলে সাধারণত হালকা জ্বর, মাংসপেশিতে ব্যথা, গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে বাংলাদেশে যে অ্যানথ্রাক্স দেখা যায় তা শরীরের বাইরের অংশে প্রভাব ফেলে। এ ধরনের অ্যানথ্রাক্সে শরীরের বিভিন্ন জায়গায় ফোঁড়া বা গোটা হয়ে থাকে এবং চামড়ায় ক্ষত তৈরি হয়।
রংপুরের স্থানীয় প্রশাসন ও হাসপাতালের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অগাস্টের শেষ দিক থেকেই অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের আসা শুরু হয়। ‘প্রায় দেড় মাস আগে থেকেই অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে লোকজন হাসপাতালে আসছিল। মূলত তারা বহির্বিভাগেই চিকিৎসা নিয়েছে। যারা আক্রান্ত হয়েছিলেন তাদের অনেকেই এখন সুস্থ,’ বলেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ তানভীর হাসনাত রবিন।
এর মধ্যে পীরগাছা সদর ও পারুল ইউনিয়নে একজন পুরুষ ও একজন নারীর ‘অ্যানথ্রাক্স উপসর্গ’ নিয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রাণিসম্পদ বিভাগ মাংসের নমুনা পরীক্ষা করে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়ার বিষয়টি জানায়। যদিও ওই দুজনের একজন করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং অন্যজন হার্ট অ্যাটাকে মারা গেছেন বলেন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। অ্যানথ্রাক্স উপসর্গ ছিলো কিন্তু পরে পরীক্ষায় তাদের শরীরে অ্যানথ্রাক্স জীবাণু পাওয়া যায়নি, বলছিলেন তিনি।
কিন্তু এর মধ্যেই অ্যানথ্রাক্স আক্রান্ত অনেকে চিকিৎসা নেওয়ায় আইইডিসিআর-এর বিশেষজ্ঞরা ১৩ ও ১৪ সেপ্টেম্বর ওই এলাকায় গিয়ে ১২ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে। ‘এই ১২ জনের মধ্যে ৮ জনের নমুনা অ্যানথ্রাক্স জীবাণু পাওয়া গেছে। গরুর মাংস থেকে তারা আক্রান্ত হয়েছেন। সেখানকার দুটি ইউনিয়ন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিলো,’ বলেছেন আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. একরামুল হক মন্ডল বলছেন, তারা দুই ইউনিয়নের বারটি বাড়ির ফ্রিজ থেকে মাংসের নমুনা সংগ্রহ করেছিলেন এবং তাতে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গিয়েছিলো। মূলত আগস্টের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে অন্তত পাঁচটি অসুস্থ গরু জবাইয়ের তথ্য স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হয়েছে প্রশাসন। এর মধ্যে দুটি গরু জবাইয়ের পর মাংস এলাকাবাসীর মধ্যে বিতরণও করা হয়েছিলো।
যারা অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন তারা মূলত এসব গরু জবাই ও মাংস কাটাকাটির সাথে সম্পৃক্ত ছিলেন এবং আক্রান্তদের কেউ কেউ বাসা বাড়িতে কাঁচা মাসের সংস্পর্শে এসেছিলেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
আক্রান্তদের অনেকের হাতের চামড়ায় ক্ষত তৈরি হওয়ার পর তারা চিকিৎসা নিতে গিয়েছিলেন। তবে সদর ও পারুল ইউনিয়নের বাইরে অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অবশ্য বলছেন, প্রতিদিন কসাইখানা গুলো চেক করা হচেছ এবং নতুন করে আর কেউ অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার তথ্য আসেনি।
এদিকে অ্যানথ্রাক্স রোগীরা নিয়মিত সেখানকার হাসপাতালে আসার কথা জানার পর প্রায় ৫৩ হাজার গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যদিও স্থানীয় কয়েকজন জানিয়েছেন, গত দুই মাসে অনেক জায়গায় গরু অসুস্থ হতে দেখা গেছে। রংপুর জেলার ডেপুটি সিভিল সার্জন মো. রুহুল আমিন জানিয়েছেন, পীরগাছা ছাড়া মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় অ্যানথ্রাক্স উপগর্স দেখা দেওয়ায় দুই জায়গা থেকেই নমুনা আইইডিসিআরকে পাঠানো হয়েছে। তবে সেগুলোর রিপোর্ট এখনো আসেনি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছেন, অ্যানথ্রাক্সের চিকিৎসা আছে, তবে অসুস্থ গরুর মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ । তিনি বলেন, ‘গরু অসুস্থ হলে চিকিৎসা করাতে হবে। আর অসুস্থ গরু মারা গেলে মাটির গভীরে পুতে ফেলতে হবে। কাক শকুনের খাওয়ার জন্যও বাইরে রাখা যাবে না। প্রাণিবাহিত এই রোগটি যাতে না হয় সেজন্য পশুকে নিয়মিত টিকা দিতে হবে। কেউ আক্রান্ত হলে চিকিৎসা নিতে হবে। না হলে ঝুঁকি তৈরি হতে পারে।’
চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে যেভাবে রান্না করে মাংস খাওয়া হয়, তাতে অ্যানথ্রাক্সের জীবাণু থাকার সম্ভাবনা খুব একটা থাকে না। তবে রান্নার আগে যারা কাঁচা মাংসের সংস্পর্শে যান তাদের অ্যানথ্রাক্সে আক্রান্ত হবার ঝুঁকি থাকে।
- তাসকিনের ওয়ারিয়র্সের কাছে হারল সাইফের স্ট্যালিয়ন্স
- সাবেক স্ত্রীর সঙ্গে জুটি বাঁধছেন প্রসেনজিৎ, সঙ্গী ঋতুপর্ণা
- যে ৮ কৌশলে ফেসবুক পেজ হবে ভাইরাল ও জনপ্রিয়
- ক্লাউডফ্লেয়ার আসলে কী?
- বাংলাদেশ সফরে দোভালকে আমন্ত্রণ খলিলুরের
- হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত
- বাংলাদেশের মেয়েদের ভারত সফর স্থগিত
- বড় পর্দায় রিচি, তার নায়ক কে
- পুরুষের যে গুণ নারীর মন জয় করে
- এবার ভোট দেবেন পৌনে ১৩ কোটি ভোটার
- ডিমের সাদা অংশ নাকি কুসুম, কোনটি বেশি স্বাস্থ্যকর
- ঘুম ভাঙে ভোরে, সবার আগে মাঠে— মুশফিকে মুগ্ধ মালান
- কাদের ‘রাজাকার’ বললেন শাওন
- হাসিনা-কামালের প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লিকে চিঠি পাঠাবে ঢাকা
- হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড
- নিউ ইয়র্কের মেয়র তো হলেন, এরপর কী করবেন মামদানি?
- আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট
- শিশুরা কার বুদ্ধিমত্তা পায়?
- এবার টি-টেন লিগে নাম লেখালেন তাসকিন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন
- নির্বাচনে পেশিশক্তি দেখালে ক্ষতিগ্রস্ত হবেই: ইসি সানাউল্লাহ
- কম দামের সেরা ১০ বাইক
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা
- মাধ্যমিক স্কুলে ভর্তির নতুন নীতিমালায় যা আছে
- রোনালদো নাকি মেসি, লাল কার্ড দেখায় কে এগিয়ে
- আমার কাজ বিনামূল্যে দেখানোর জন্য নয়: শাবনূর
- ডায়াবেটিস নিয়ে যে ৭ প্রশ্নের মুখে পড়েন চিকিৎসকরা
- মানবতাবিরোধী অপরাধ: হাসিনার মামলার রায় সোমবার
- ইসলামাবাদে আত্মঘাতী হামলা, নিরাপত্তা ঝুঁকিতে লঙ্কান ক্রিকেটাররা
- চার বিষয়ে হবে গণভোট, এক প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত
- কম দামের সেরা ১০ বাইক
- গরুর দুধ নাকি ছাগলের দুধ, কোনটি ভালো?
- ইলন মাস্ক কি বাস্তবের ‘আয়রন ম্যান’?
- রোনালদো নাকি মেসি, লাল কার্ড দেখায় কে এগিয়ে
- ‘ঝাল’ লাগে, তবু ঝাল খাই কেন?
- ২০২৬ শেষ বিশ্বকাপ রোনালদোর
- চার বিষয়ে হবে গণভোট, এক প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত
- মানবতাবিরোধী অপরাধ: হাসিনার মামলার রায় সোমবার
- মাধ্যমিক স্কুলে ভর্তির নতুন নীতিমালায় যা আছে
- হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত
- এবার টি-টেন লিগে নাম লেখালেন তাসকিন
- ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, তদন্তে পিবিআই
- আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট
- ডায়াবেটিস নিয়ে যে ৭ প্রশ্নের মুখে পড়েন চিকিৎসকরা
- আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা
- পুলিশের গাড়ি, মাইক্রোবাসে আগুন ‘দুর্ঘটনা’
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা
- সালমান খানের খামারবাড়ির অজানা দিক জানালেন শেহনাজ
- নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে


