ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৯৬৪

রেললাইন ছাড়া চলে ট্রেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৫ ২০ মে ২০১৯  

রেললাইন বাদ দিয়েই রেলগাড়ি চালু করেছে চীন। পরীক্ষামূলকভাবে চালু এই ট্রেনের নাম দিয়েছে ‘স্মার্ট বাস’। 
চীনের হুনান প্রদেশের বুঝাও শহরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে লাইন ছাড়া এই রেলগাড়ি। এটি মূলত ট্রাম ও বাসের সংকর রূপ। যা চলে একটি ভারচুয়াল লাইনের ওপর দিয়ে। অথাৎ প্রকৃত রেললাইন বসানোর দরকার নেই।  
ট্রেনটিতে তিন থেকে চারটি বগি রয়েছে। এটি ৩০০ থেকে ৫০০ যাত্রী বহন করতে পারে। এই পদ্ধতিতে ১০ কিলোমিটার রেললাইন বসানোর খরচ হিসেবে বাঁচবে ১০০ কোটি ইয়ান। 
রেলটির ভারচুয়াল লাইন ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ। এই পথে মোট চারটি স্টেশন আছে। ১০ মিনিট চার্জে সেটি চলবে ২৫ কিলোমিটার।