ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
৩০৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ যাত্রা বন্ধ চেয়ে রিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪১ ৩১ জুলাই ২০২২  

সরকারের আদেশ অমান্য করে, অপ্রয়োজনে সরকারি কর্মকর্তাদের বিদেশ যাত্রা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

 

রোববার (৩১ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে রিট আবেদনটি করেন এক আইনজীবী।

 

তিনি বলেন, সম্প্রতি এক মন্ত্রীর সঙ্গে তার এপিএস বিদেশ যাত্রায় সঙ্গী হন। তিনি এপিএসের বদলে পরিচয় দেন ব্যবসায়ী।

 

এর আগে গত ১২ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে পরিপত্র জারি করে সরকার। 

 

পরিপত্রে বলা হয়, করোনা–পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এক্সপোজার ভিজিট, শিক্ষাসফর, এপিএ এবং ইনোভেশনের আওতামুক্ত ভ্রমণ ও ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

 

এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ইভেন্ট বিভাগের পাঠকপ্রিয় খবর