ঢাকা, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ১০ পৌষ ১৪৩২
good-food
৪৩৩

সাইবার আইনের সমালোচিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে: নাহিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৮ ১২ আগস্ট ২০২৪  

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে বিদ্যমান সাইবার সিকিউরিটি আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেগুলো পুনর্বিবেচনা করা হবে। সোমবার (১২ আগস্ট) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, আমরা বলতে চাই, সাইবার সিকিউরিটি আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেগুলো পুনর্বিবেচনা করা হবে। তিনি বলেন, তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। দেশে এবং দেশের বাইরে যারা আইটি নিয়ে কাজ করেন অথবা নতুনভাবে কাজ করতে আগ্রহী তাদের নিয়ে একটি স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি।

 

নাহিদ বলেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে যে সব স্টার্টআপ অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করে বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সময় যিনি দায়িত্বে ছিলেন তিনি খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করেছিলেন।