ঢাকা, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১ আশ্বিন ১৪৩২
good-food
৮৮৫

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে ওয়ার্কার্স পার্টির মানব বন্ধন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৬ ২৫ জুন ২০২০  

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও প্রগতিশীল ছাত্র জোট।  বৃহস্পতিবার (২৫ জুন) প্রেসক্লাবের সামনে আলাদা মানববন্ধনে দল দুটি এই দাবি জানায়।

 মানববন্ধনে বক্তারা দাবি করেন, সরকার করোনা মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।

বক্তারা বলেন, দীর্ঘদিনের অচলাবস্থায় স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে। মানুষের  জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। চিকিৎসা সেবা দিতে না  পেরে  উল্টো দুর্নীতিতে মেতে উঠেছে।   দ্রুত স্বাস্থ্যমন্ত্রীকে এই দায় নিয়ে পদ ছাড়তে হবে। তা না হলে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।