ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৯৪৩

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ১০  শিশু আহত 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২১ ১২ জুন ২০১৯  

নোয়াখালীর মাইজদীতে সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে শিশুসহ ১০ জন আহত হয়েছে।  বুধবার সকালে মাইজদীর নোয়াখালী জেনারেল হাসপাতালে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুল্লাহ বলেন, সকালের দিকে অকস্মাৎ হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে পড়ে। এতে ১০ জন আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তাদের এরই মধ্যে অন্যত্রে সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ছাদের পলেস্তারা ধসের ঘটনায় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় অনেক রোগীই হাসপাতাল ছেড়ে চলে গেছে। বর্তমানে হাসপাতালটির অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানান রোগীরা।

উল্লেখ্য, এর আগেও গত বছরের জুলাই মাসে হাসপাতালের দ্বিতীয় তলায় একই ধরনের আরেকটি ঘটনায় সিনিয়র নার্স স্বপ্না মজুমদার ও শিক্ষানবিশ নার্স রানী আক্তার আহত হন।

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর