ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
২৩৯৩

অটিস্টিক শিশুদের জন্য কি করবেন ?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৫ ৫ এপ্রিল ২০১৯  

অটিজমে আক্রান্ত শিশুদেরকে অটিস্টিক শিশু বলা হয়। প্রতি হাজারে ২-৪ জন শিশু  অটিজমে আক্রান্ত হতে পারে। এলাকাভেদে এটা আরো বেশি বা কম হতে পারে।

অটিষ্টিক শিশুদেরকে কেউ কেউ মানসিক প্রতিবন্ধী বলে থাকেন।

অটিজমে আক্রান্ত কোনো কোনো শিশু বা অটিষ্টিক শিশু কখনো কখনো বিশেষ বিশেষ ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে।

অটিস্টিক শিশুরা অনেক জ্ঞানী হয়। তবে আট দশটা শিশুর মত এদের জ্ঞান সব দিকে সমান থাকে না। এদের কারো থাকে গণিতের ওপর অসাধারন জ্ঞান, কারো বিজ্ঞান, কেউ বা অসাধারন সব ছবি আঁকতে পারে।  কারো আবার মুখস্ত বিদ্যা প্রচুর বেশি হয়। আর এ জন্য কোন অটিস্টিক শিশুকে ঠিক মত পরিচর্চা করলে হয়ে উঠতে পারে একজন মহাবিজ্ঞানী।

 

অনেক বিশেষজ্ঞের ধারণা মহা বিজ্ঞানী আইনস্টাইনের অটিজম ছিল । অনেকেই মনে করেন বিজ্ঞানী আইজ্যাক নিউটনও অটিস্টিক ছিলেন। আরো অনেক বিখ্যাত বিজ্ঞানী, কবি, সাহিত্যিক ও রাষ্ট্রপ্রধান ছিলেন অটিস্টিক।

তাই অটিস্টিক শিশুদেরকে অবহেলার কোনো সুযোগ নেই। দরকার পাশে থাকা, আদর-যত্ম ও দরকারি সহায়তা।

অটিস্টিক শিশুদেরকে  ভালো ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে শিক্ষা ব্যবস্থাও হওয়া দরকার বিশেষায়িত। এ জন্য করণীয় –

 

১. দেখা যায় অটিস্টিক শিশুরা সব বুঝলেও বেশি বড় উত্তর পড়তে বা লিখতে চায় না। তাই ওদের জন্য কিছুটা সংক্ষিপ্ত সিলেবাস চালু করা দরকার।

 

 ২. উত্তর দেয়ার সুবিধার্থে প্রশ্নের ধরনটাও আলাদা হওয়া দরকার।

 

 ৩. ওদের যেহেতু মনোযোগ কম আর হাতের সমস্যা থাকে, সে জন্য পরীক্ষার বাড়তি সময়টা ১৫ মিনিট থেকে বাড়িয়ে এক ঘণ্টা করলে ভালো হয়।

 

 ৪. পাঠ্যবইয়ে কিছু কিছু বিষয় দেখা যায়, ওরা একদমই পছন্দ করে না। তাই সিলেবাসে বিকল্প বিষয় নেয়ার সুযোগ থাকা দরকার।

 

 ৫. যেহেতু সব শিক্ষক ওদের সমস্যাগুলো বুঝতে পারেন না, তাই নির্দিষ্ট সংখ্যক শিক্ষককে ওদের সম্পর্কে অবহিত করতে প্রশিক্ষণের ব্যবস্থা করলে পড়ানোটা অনেক সহজ হবে।

 

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর