ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৫৩৫

অ্যান্ড্রয়েড ১২ নিয়ে যা জানালো গুগল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৬ ২২ ফেব্রুয়ারি ২০২১  

সারাবিশ্বে তথ্যপ্রযুক্তি প্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয় ব্র্যান্ড গুগল। ইতিমধ্যে সংশ্লিষ্ট আন্তর্জাতিক বাজারে একাধিক পণ্য ও সেবা এনেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেকনোলজি কোম্পানিটি। বিশেষত, করোনা পরবর্তীকালে সাধারণ মানুষের কথা চিন্তা করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারা।

 

সেইসঙ্গে শিক্ষার্থী-শিক্ষকদের জন্য কয়েকটি ফিচার এনেছে গুগল। এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে এ টেক জায়ান্ট। এখন বিশ্ববাজারে বহুল জনপ্রিয় অ্যান্ড্রয়েড ১১। এ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফোন ও গ্যাজেট ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে অ্যান্ড্রয়েড ১২ এর প্রিভিউ গ্রাহকদের সামনে আনলো তারা।

 

নববর্ষে বেশ কিছু আপডেট নিয়ে এসেছে গুগল। সেই ধারাবাহিকতায় এ নতুন সংস্করণের প্রিভিউ প্রকাশ্যে আনলো মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। উদ্দেশ্য, যেন গ্রাহকরা এ বিষয়ে তথ্য পেতে পারেন।

 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী দিনে বেশ কিছু ক্ষেত্রে হোম স্ক্রিন হিসেবে এ অ্যান্ড্রয়েড ১২ ব্যবহার করবে গুগল। এটি আইওএস ১৪ এর  সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। এ ভার্সন গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় হবে।

 

এর আগেও বাজারে অ্যান্ড্রয়েড আনে গুগল। গ্রাহকদের মাঝে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে একাধিক গ্যাজেটে তা ব্যবহার হচ্ছে। ফলে ধারণা করা হচ্ছে, সামনের দিনে আরও দ্রুত এবং উন্নত পরিষেবা পেতে অ্যান্ড্রয়েড ১২ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রাহকদের কাজের ক্ষেত্রে।

 

বিশেষজ্ঞরা মনে করেন, এ নতুন ভার্সনে আরও আকৃষ্ট হবেন প্রযুক্তিপ্রেমীরা। তবে কবে নাগাদ এটি বাজারে আসবে তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে, চলতি বছরের শেষদিকে এ ফিচার হাতে আসবে।